Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts
Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts

জেনে নিন কিভাবে আপনার Windows 7 এর ডিফল্ট গেমগুলো Enable করবেন

| |
0 মন্তব্য সমূহ

প্রযুক্তির মেলার বন্ধুদের জন্য নিয়ে এলাম ছোট একটি টিপস । টিপসটা হল কি করে Windows 7 এর ডিফল্ট গেমস গুলো এনাবল করা যায় । অনেকেই হয়ত এটা জানেন কিন্তু আমার টিপসটা হল যারা জানে না তাদের জন্য । Windows 7 এর গেমগুলো অনেক সময় ডিয্যাবল করা থাকে ফলে গেমগুলো পাওয়া বা খেলা যায় না । তাই এই টিপ্স এর মাধ্যমে দেখাব কি করে এটা এনাবল করতে হয় । তাহলে শুরু করা যাক ,


প্রথমে আপনাকে Start এ ক্লিক করে Control Panel যেতে হবে তারপর নিচের মত Programs এ ক্লিক করতে হবে



* এবার যে পেজ ওপেন হবে সেখান থেকে Turn Windows Features on or off  এ ক্লিক করতে হবে নিচের মত 




এবার যে পেজ আসবে সেখান থেকে Game এ টিক দিয়ে Ok ক্লিক করলেই কাজ শেষ নিচের মত



 এবার আপনি সকল ডিফল্ট গেমগুলো দেখতে ও খেলতে পারবেন ।
এ পদ্ধতিতে আপনি গেম ছাড়াও Windows এর অন্যান্য প্রোগ্রামগুলো এনাবল করতে পারবেন ।


যদি আপনাদের একটুও উপকার হয় তাহলেই আমার লেখা সার্থক বলে মনে করব ।  পোস্টটি আপনাদের ভাল লাগলে বা কাজে আসলে লাইক ও কমেন্ট করে আমাকে উতসাহিত করবেন । সবাই ভাল থাকবেন ।
Read More

F1 থেকে F12 কী এর কাজ ............।

| |
0 মন্তব্য সমূহ


F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। F3: এটি চাপলেমাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়। F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়। F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়। F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়। F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়। F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়। F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে। F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়। F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় । F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

Read More

ই-মেইল ভরে যাচ্ছে ফেসবুক নটিফিকেশনে ? নিয়ে নিন সমাধান

| |
0 মন্তব্য সমূহ
আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভাল । আমাদের সবারই ফেসবুক একাউন্ট আছে তাই না ? আমরা সবাই ফেসবুক চালাই । ফেসবুক চালতে ভালই লাগে কিন্তু যখন ই-মেইল একাউন্টে ঢুকি মাথা গরম হয়ে যায় মনে চায় ফেসবুক বন্ধ করে ফেলি ।আজ আমি আপনাদের একটা টিপস দিচ্ছি যাতে আর মাথা গরম না হয় । আগেই বলে রাখি এটা gamil এর জন্য । আপনাকে যা করতে হবেঃ
১. প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল আপনার ইমেইল একাউন্টে লগইন করুন ।
২. তারপর ই-মেইল এর Setting এ যান সরাসরি ।
৩. তারপর সেখানে দিয়ে Filters অপশনে যান । 
৪. তারপর সেখানে গিয়ে Cteate a new filter ক্লিক করুন ।
৫. তারপর একটি বক্স আসবে । সেখানে আপনি যে ওয়েবসাইটের Notification বন্ধ করতে চান তার এ্যাড্রেস দিন । যেমনঃ আপনি ফেসবুক এর Notification বন্ধ করতে চাইলে এখানে www.facebook.com লিখবেন । নিচের চিত্রে দেখুন -
 





৬. তারপর Create filter with this search >> এ ক্লিক করুন , এতে ক্লিক করলেই আর একটি বক্স আসবে সেখানে আপনি Skip the Inbox ( Archive it ) বাটনে ক্লিক করুন ।
৭. এবং সবশেষে আপনি Create Filter এ ক্লিক করুন ।

হয়ে গেলো । এখন আর ফেসবুক এর Notification মেসেজ আসবে না ।
টিপস টি ভাল লগলে কমেন্ট এর মাধ্যমে বলবেন ।
Read More

প্রযুক্তির মেলা ফ্যান পেজে লাইক দিন

Please wait..10 Seconds বন্ধ করুন